স্বপ্ন নিয়ে প্রশ্ন কোরো না।
স্বপ্নেরা আজ বাড়ন্ত ...
মাঝরাতে কিংবা একটু-ভোরে আধ-ভাঙা আধ-ডোবা ঘুমের ফাঁক গলে
যেমন তেমন জীবনের আনতাবড়ি মানে-ওলা নানান ছবিরা কাম ও অন্যান্য সুত্রে
বা হয়ত সুতো ছাড়াই এ-ওর সাথে লেপটে গিয়ে এখনও তৈরি করে বেশ কিছু দিশেহারা প্লট।
অল্পখানি ভিত-খোঁড়া মাটির পেটে জল-জড়ানো, পাথর ছড়ানো
এক অদ্ভুত নড়বড়ে শিরদাঁড়ার ওপর যেমন তরতর করে নাকউঁচু বহুতল গজায়
বড় শহরের শহরতলীর বুকে...
ঠিক তেমন ভাবেই দিশেহারা প্লট বেয়ে খেয়ালি পোলাও এর মত
এক আধটা স্বপ্ন চাগিয়ে ওঠার চেষ্টা করে মাঝে মধ্যে।
আর ঘুম ভাঙতেই ডাউন দ্য মেমোরি গ্ল্যান্ডস হাতড়ে
হঠাৎ কখনও মেলে দলা পাকিয়ে থাকা কিছু স্বপ্নের লাশ।
রোজ সকাল এ লাশ ডিঙিয়ে একটা গোটা দিন পেরিয়ে
পরের দিনে মুখ চাওয়া তাও চলছে আজও...
তবু... প্রশ্ন কোরো না !!!
স্বপ্নেরা আজ বাড়ন্ত।
স্বপ্নেরা আজ বাড়ন্ত ...
মাঝরাতে কিংবা একটু-ভোরে আধ-ভাঙা আধ-ডোবা ঘুমের ফাঁক গলে
যেমন তেমন জীবনের আনতাবড়ি মানে-ওলা নানান ছবিরা কাম ও অন্যান্য সুত্রে
বা হয়ত সুতো ছাড়াই এ-ওর সাথে লেপটে গিয়ে এখনও তৈরি করে বেশ কিছু দিশেহারা প্লট।
অল্পখানি ভিত-খোঁড়া মাটির পেটে জল-জড়ানো, পাথর ছড়ানো
এক অদ্ভুত নড়বড়ে শিরদাঁড়ার ওপর যেমন তরতর করে নাকউঁচু বহুতল গজায়
বড় শহরের শহরতলীর বুকে...
ঠিক তেমন ভাবেই দিশেহারা প্লট বেয়ে খেয়ালি পোলাও এর মত
এক আধটা স্বপ্ন চাগিয়ে ওঠার চেষ্টা করে মাঝে মধ্যে।
আর ঘুম ভাঙতেই ডাউন দ্য মেমোরি গ্ল্যান্ডস হাতড়ে
হঠাৎ কখনও মেলে দলা পাকিয়ে থাকা কিছু স্বপ্নের লাশ।
রোজ সকাল এ লাশ ডিঙিয়ে একটা গোটা দিন পেরিয়ে
পরের দিনে মুখ চাওয়া তাও চলছে আজও...
তবু... প্রশ্ন কোরো না !!!
স্বপ্নেরা আজ বাড়ন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন